• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেডিকেলে এগিয়ে মেয়েরা, পাসের হার ৪৭.৮৩ শতাংশ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
মেডিকেলে এগিয়ে মেয়েরা
পাসের হার ৪৭.৮৩ শতাংশ 

নিউজ ডেস্ক :  ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছেন।

সংবাদ সম্মেলনে রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২০ হাজার ৪৫৭ জন বা ৪০.৯৮ শতাংশ।  অন্যদিকে মেয়ে ২৯ হাজার ৪৬৬ বা ৫৯.০২ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছেন।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন বা ৫৬.৫৪ শতাংশ)। ছেলে ২ হাজার ৩১২ জন বা ৪৩. ২৬ শতাংশ। এখানেও মেয়েরা এগিয়ে রয়েছে।
 
হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন । তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image