• ঢাকা
  • শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আইসিইউতে ভর্তি মোস্তফা সরয়ার ফারুকী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৮ এএম
আইসিইউতে ভর্তি
মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তাঁর স্ত্রী ও ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোমবার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি জানান তিশা।

তিনি পোস্টে বলেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

কোন হাসপাতালে ফারুকী চিকিৎসাধীন আছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব প্রভৃতি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image