• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ শিশু-কিশোরের অংশগ্রহণে
চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সকালে জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৩০০ শিশু-কিশোর।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, তরুণ প্রজন্মের কাছে জাতির পিতার ত্যাগ ও তার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকার মাধ্যমে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছে শিশুরা। এ উদ্দেশ্যেই পুলিশের বৃহৎ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছেন ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image