• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ট্রেন দূর্ঘটনায় নিহত যাত্রী আসলাম মিয়া গফরগাঁওয়ের সবজি বিক্রেতা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৬ এএম
ট্রেন দূর্ঘটনায় নিহত যাত্রী গফরগাঁওয়ের সবজি বিক্রেতা 
আসলাম নিহতের খবর শোনার পর স্বজনদের আহাজারি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় বুধবার ভোরে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দূর্ঘটনায় নিহত হন ট্রেন যাত্রী আসলাম মিয়া (৩০) নামের এক সবজি বিক্রেতা। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোছলেম উদ্দিনের ছেলে।

জানা গেছে, নিহত আসলাম মিয়া জীবিকার তাগিদে গফরগাঁওয়ের হাটবাজার থেকে সবজি কিনে ঢাকায় বিক্রি করতেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন ট্রেনে করে ঢাকায় যাতায়াত করতেন তিনি। 

ট্রেন দুর্ঘটনায় আসলামের নিহতের খবর শোনার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবজি বিক্রেতা আসলাম মিয়া শাক-সবজি, মুরগী, কবুতরসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল নিয়ে ট্রেনের ইঞ্জিনের চড়ে গফরগাঁও থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন । পরে বুধবার ভোরবেলায় গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে দূর্ঘটনায় নিহত হন।  আসলামের মৃত্যুর সংবাদে স্বজনদের মাঝে  কান্নার রোল পড়ে যায়। 
নিহতের স্ত্রী ফাতেমা বেগম দুই ছেলে শুভ (১১),আবু রায়হান (২) ও এক মেয়ে আরিফা (৮)কে বুকে জড়িয়ে আহাজারি করছেন। 

তাদের সংসারে একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যুতে এই সন্তানদের কি হবে বলে বার বার মূর্ছা যাচ্ছে।  

সবজি ব্যবসায়ী আসলামের মা হোছনা খাতুন বলেন, 'আমার সন্তান লাশ হয়ে ফিরবে চিন্তা করি নাই। আমি এর বিচার চাই।'

সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন,' আসলাম সহজ সরল ভাল মানুষ  ছিলেন।  ট্রেনে করে সবজি নিয়ে ঢাকায় ব্যবসা করত। আসলামের  মৃত্যুতে এই পরিবারের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। 
আসলামের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। '

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image