• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডামি নির্বাচনে গণতন্ত্রকামী জনগণ অংশ নেবে না: রুবেল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ পিএম
ডামি নির্বাচনে গণতন্ত্রকামী জনগণ অংশ নেবে না
শেরপুর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এ ডামি নির্বাচনে অংশ নেবে না। হামলা, গ্রেফতার করে আন্দোলন রুখতে পারবে না সরকার। দমন-পীড়ন করে লাভ হবে না।

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় ৭ জানুয়ারি নির্বাচনে ভোটারদের কেন্দ্রে না যেয়ে গণতান্ত্রিক আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বানও জানান দলটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

এসময় তারা জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন।

মাহমুদুল হক রুবেল আরও বলেন, সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। একতরফার নির্বাচন করতে মরিয়া সরকার, তাদের রুখে দিতে হবে। নির্বাচন জায়েজ করতে জাতীয় পার্টিকে সরকার এখন ভয় দেখিয়ে বিরোধীদল তৈরির চেষ্টা করছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর থানার সদস্য সচিব ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, ছাত্রনেতা রকিবুল হোসেন সাগর, রাজু আহম্মেদ, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মনির হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image