• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা অভিমুখী রোড মার্চ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৮ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক:  কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা অভিমুখী রোড মার্চের পথসভা হয়েছে। 'চলো চলো ঢাকায় চলো, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করো' এই স্লোগানে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সাত দফা দাবিতে তাদের এই পথসভা হয়।

শনিবার সকাল ১১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় এ পথসভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নেতারা।

বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন রায়, সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী, চট্টগ্রাম মহানগর সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, ফেনী জেলা শাখার সভাপতি শুকদেব নাথ, সম্পাদক লিটন সাহা, নোয়াখালী জেলার সম্পাদক অ্যাডভোকেট পাপ্পু সাহা, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রতন লাল ভৌমিক, রাঙ্গামাটি জেলা সভাপতি দীপন কুমার ঘোষ, পূজা কমিটি চট্টগ্রাম জেলা শাখার সম্পাদক অসীম কুমার দেব, নোয়াখালী জেলা শাখার সভাপতি কিশোর শীল প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, সরকারের চার বছর অতিবাহিত হলেও দাবিগুলো বাস্তবায়নে আইন প্রণয়নে আন্তরিকতার পরিচয় দিতে পারেনি। বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা না হলে আন্দোলন চলবে বলে জানান তাঁরা। পরে রোড মার্চে নেতাকর্মীদের বহনকারী শতাধিক গাড়ি ঢাকার উদ্দেশে কুমিল্লা ত্যাগ করে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image