• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নোয়াখালী জেলার চাটখিলে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৬ পিএম
নোয়াখালী জেলার চাটখিলে
ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। শনিবার (২৪ ফেব্রয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।

ম্যানেজিং কমিটির নির্বাচন অংশ গ্রহণ করেন পুরুষ ৮ জন তারা হলেন- আবদুল মতিন, মোহাম্মদ ইউসুফ আলী, নিজাম উদ্দিন, মাহাবুব আলম, মিজানুর রহমান, মিরাজ হোসেন, মেজবাউজ্জামান, মো. শাহ আলম এবং মহিলাদের মধ্যে ২জন অংশ গ্রহণ করেন তারা হলেন- হাসিনা বেগম, রাহিমা আক্তার।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৮জন পুরুষ ও ২জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ গ্রহণ করেন এদের মধ্যে মিরাজ হোসেন ১৪১ ভোট পেয়ে প্রথম, নিজাম উদ্দিন ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয়, মাহবুব আলম ১১৫ ভোট পেয়ে তৃতীয়, মোহাম্মদ আলী ইউসুফ ১১৩ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য রাহিমা আক্তার ১৪৩ ভোট পেয়ে বেসরকারিস ভাবে নির্বাচিত হোন।

উল্লেখ্য, মোহাম্মদপুর জনতা  উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫০৬ জন ও ভোট কাষ্ট হয়েছে ২৬৫। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬ টায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান উল্যা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাসেদুল হাসান সহ এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের সদস্যের টিম ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image