নিজস্ব প্রতিবেদক : মশার কয়েল ব্যবসায়ীদের সংগঠন 'বাংলাদেশ মসকিউটু কয়েল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনাযর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংগঠনের মোট ভোটার সংখ্যা ১৩০ জন।
নির্বাচনে সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলে পরিচালক পদে ড্যানিয়েল এগ্রোকেমিক্যালস'র প্রকৌ. মোঃ আব্দুল হামিদ, মেসার্স আবেদিন কেমিক্যাল ওয়ার্কসের হাজী মোঃ জয়নাল আবেদিন, এম.কে ইন্টারন্যাশনালের মোঃ কামরুল হাসান, জয় কেমিক্যালের মোঃ গোলাম ইয়াজদানী, নবীয়াতের মোঃ নুরুজ্জামান, শোভা কনজ্যুমার কেয়ারের মোঃ সিদ্দিকুর রহমান, মেসার্স কিসমত কেমিক্যাল ওয়ার্কসের হাজী মোঃ মুজিবুর রহমান, মেসার্স মালেক এন্ড কোং এর আব্দুল মালেক, কোয়ালিটি ক্রাফট (বিডি) লি: এর মোঃ রেজওয়ান আহমেদ রাজু, গ্ৰী-স্টার কেমিক্যাল কোম্পানীর মোঃ হোসাইন মজুমদার, এম এন্ড আর এন্টারপ্রাইজের মোঃ মালেক মিয়া, শিউলী কেমিক্যাল ওয়ার্কসের মোঃ কামাল হোসেন, ট্রাই এঙ্গেল কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ সোহেল খান, মেসার্স সেবা কর্পোরেশনের এ কে এম আসাদুজ জামান, বাবুল কেমিক্যাল ওয়ার্কসের মোঃ সৌরভ, আফছার উদ্দিন কেমিক্যাল কোং এর মোঃ আফছার উদ্দিন, মাহাবুব এন্টারপ্রাইজের মোঃ রফিকুল ইসলাম, নিহা ইন্টারন্যাশনালের মোঃ আবু বকর সিদ্দিক ও এইচ,বি ইন্টারন্যাশনালের মোঃ নাজমুল হক বুলবুল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে 'প্যানেল ওয়ান' প্যানেলে পরিচালক পদে মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মোঃ আমান উল্লাহ মুন্সি, মেসার্স শাহ্ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মোঃ জাহাঙ্গীর আলম, এস নাহার কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ নাজমুল হাসান, মেসার্স মারুফ এন্টারপ্রাইজের মোঃ লাভলু শেখ, মাসুদ কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ লাভলু মৃধা, আরাফাত ক্যামিকেল ওয়ার্কসের মোঃ ফজলুর রহমান, পারফেক্ট ক্যামিকেল কোম্পানীর মোঃ ওমর ফারুক সরকার, রিয়াদ এন্টারপ্রাইজে মোঃ মঞ্জুরুল ইসলাম, সজিব কনজ্যুমার প্রোডাক্টসের মোঃ মহিউদ্দিন, বশির ক্যামিকেল ওয়ার্কসের মোঃ মুরাদ আহমেদ, মেসার্স বাংলা ফুড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজের মোঃ সেলিম হোসেন মোল্লা, মেসার্স সুনন ইন্টারন্যাশনালের মোঃ নজরুল ইসলাম, মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজের মোঃ আনোয়ার হোসেন, ডি.কে মার্কেটিং এন্ড ট্রেডিং কোং এর মোঃ আলমগীর (আলম), প্রাইম ম্যানুফ্যাকচারিং এন্ড ইন্ডাঃ লিঃ এর উত্তম কুমার পাল, মেসার্স গোলাপ এন্টারপ্রাইজের মোঃ গোলাপ খান, মেসার্স ইসলাম এগ্রো ইন্ডাস্ট্রিজের মোঃ পারভেজ হোসেন, এ টি এন কেমিক্যাল ইন্ডাঃ লিঃ এর আ.স.ম মহসিন ও মেসার্স আলম ট্রেডিং এর মোঃ তোফাজ্জল আলম (উজ্জল) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: