• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৯ পিএম
টঙ্গীর তুরাগ তীরে
জুমার নামাজে লাখো মুসল্লি

নিউজ ডেস্ক :  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে। প্রথম পর্বের মতো শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া দ্বিতীয় পর্বেও তুরাগ তীরে হাজির হয়েছেন লাখো মুসল্লি। একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মানুষ।

মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার জামাত। নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।

সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও পরকালীন মুক্তি লাভের আশায় সকাল থেকেই ময়দানের দিকে আসতে থাকনে মুসল্লিরা। বেলা গড়াতেই ১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে ফুটপাতসহ আশপাশের বিভিন্ন সড়কেও অবস্থান নেন তারা। আত্মশুদ্ধি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও পরকালীন মুক্তি লাভের আশায় কোন কষ্টই বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাদের কাছে।

বিশ্ব ইজতেমা পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ।

সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিম করেন, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

দিনব্যাপী থেমে থেমে চলবে নসিহত পূর্ণ বক্তব্য। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করবেন ধর্মপ্রাণ মানুষ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image