• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জয়রথ চলছেই ইবি ক্রিকেট দলের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম
জয়রথ চলছেই
ইবি ক্রিকেট দল

ইবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ জয়রথ চলছেই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের। নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলতে নামে ইবি। এদিন টসে জিতে খুবিকে ব্যাট করতে পাঠায় ইবি। ব্যাটিংয়ে নেমে ইবির নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়ে ফেলে খুবি। ক্রমাগত উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে সক্ষম হয় তারা। ইবির বোলার শামীম ৩ টি ও সাজিদ ২ টি উইকেট শিকার করেন।

১১৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইবি। দুই ওপেনারের নাজমুল ৩ এবং নিরব ৭ রানে সাজঘরে ফেরেন। ব্যাটিং বিপর্যয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান তোলে ইবি। তবে শুরুর দিকে চাপে পড়লেও পরে ধুকতে থাকা দলকে টেনে তোলেন ব্যাটসম্যান ফয়সাল। তার ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে চাপমুক্ত হয় ইবি ক্রিকেট দল। 

ফয়সালের  ৪৪ ছাড়াও আশিকের ১৮ এবং শেষ দিকে নূরের ১২ বলে ১৫ রানের উপর ভর করে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় ইবি ক্রিকেট দল। ৪ উইকেটে এক সহজ জয় তুলে নেয় তারা। আগামীকাল প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ইবি ক্রিকেট দল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image