• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাতীবান্ধায় অবৈধ ট্রলিবন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৭ পিএম
শিক্ষার্থী, মানববন্ধন

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : হাতীবান্ধা উপজেলার গ্রামাঞ্চলে অবৈধ ট্রলিসহ বিভিন্ন যানবাহন অতিরিক্ত চলাচলের কারণে সড়কের ক্ষয়-ক্ষতিসহ শিক্ষার্থী ও পথচারীদের নানা সমস্যা হচ্ছে। এতে অবৈধ ট্রলিবন্ধসহ সড়ক রক্ষায় ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় শনিবার বিকালে মানববন্ধন করেন শিক্ষার্থী ও গ্রামবাসী।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী ও  গ্রামবাসীরা জানান, ওই এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে ২৫/৩০ টি ট্রলি দিয়ে অবৈধ ভাবে মাটির ব্যবসা করে আসছেন। এতে ট্রলি চলাচলের কারণে সড়কের ক্ষয়-ক্ষতিসহ ওই এলাকায় ২ টি বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের নানা সমস্যা হচ্ছে।

এ সময়  প্রান্নাথ পাটিকাপাড়ার আব্দুস সাত্তার নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির ওয়াসিম স্কুল ও মাদ্রাসার পাশ দিয়ে ট্রলি চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ এবং শিক্ষার পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image