
নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আওয়ামী লীগের অধীনে এবার আর কোনো তামাশার নির্বাচন হতে দেবে না।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে শনিবার বিকেলে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় (আজমপুর) দলটির পদযাত্রা কর্মসূচির আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মনে করছে, গত দুটি নির্বাচন তারা যেভাবে করেছে, এভাবেই আবার নির্বাচন করবে। এভাবেই জনগণকে আবার শোষণ করবে, দেশের সম্পদ লুট করবে। কিন্তু এবার আর তা মানুষ হতে দেবে না।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: