• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশের ক্রিকেট ইতিহাসে সাকিব সফল ক্রিকেটার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৯ পিএম
দেশের ক্রিকেট ইতিহাসে সাকিব সফল ক্রিকেটার
সাকিব আল হাসান

নিউজ ডেস্ক : সাকিব আল হাসান ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক অর্জন, সাফল্য এনে দিয়েছেন। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার ধরা হয় সাকিবকে।

সাকিব আল হাসান মানেই রেকর্ডের একটা ঝুলি। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, রেকর্ড গড়াই যেন সাকিবের প্রিয় কাজ। সাকিবের ৩৬তম জন্মদিনে দেখে নেয়া যাক সাকিবের বিরল কিছু কীর্তি, যা সাকিব ছাড়া নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের।

১২ হাজার রান ও ৬শ উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬শ উইকেটের একমাত্র কীর্তি সাকিবের। তিন ফরম্যাট মিলিয়ে ৪০৭ ম্যাচে তিনি করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং উইকেট নিয়েছেন ৬৬৩টি।

এক ভেন্যুতে সর্বোচ্চ রান এবং উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলিয়ে ১৪১ ম্যাচে ৪ হাজার ৬৭৭ রান করেছেন সাকিব। সর্বোচ্চ রানের মতো এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন খেলা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সময় ধরে খেলা ক্রিকেটার সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। এ রেকর্ড গড়ার পথে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল।

সবচেয়ে বেশি সিরিজসেরা: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তিও গড়েন সাকিব। ২৩০টি ওয়ানডে খেলে বাংলাদেশের এ অলরাউন্ডার সিরিজসেরা হয়েছেন ৭ বার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image