• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঘুমধুম সীমান্ত থেকে আরও একটি মর্টার শেল উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৩ এএম
ঘুমধুম সীমান্ত থেকে আরও একটি মর্টার শেল উদ্ধার
মর্টার শেল

জাফর আলম, কক্সবাজার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে একদিনের ব্যবধানে আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে একটি পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টাল শেল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে কাজ করতে গিয়ে মর্টার শেল দেখতে পেয়ে  প্রশাসনকে খবর দেন স্থানীয়রা।পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যাবধানে ২টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। 

এই মর্টার শেলগুলো মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, লোকজন ধানক্ষেতে কাজ করতে গিয়ে মর্টার শেল দেখতে পেয়ে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image