শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মোঃ মনিরুজ্জামান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
এ সময় ওসি শেখ মোঃ মনিরুজ্জামান সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মনিরুজ্জামান বলেন, শার্শায় থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন। আমি শার্শা থানার জনগণের সহযোগিতায় এ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছি। আমাকে আগামীর পথে অনেক অনুপ্রেরণা দেবে এ সম্মাননা। মানুষের জন্য সব সময় কাজ করে যাব।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: