• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন কর্মকর্তা হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
বন কর্মকর্তা হত্যার প্রতিবাদে
দিনাজপুরে মানববন্ধন পালিত

দিনাজপুর প্রতিনিধি : কক্সবাজারের দক্ষিন বন বিভাগের উথিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল  হত্যার প্রতিবাদে ও অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুর সামাজিক বন বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। 

গতকাল বুধবার ৩ মার্চ দুপর ১২ টায় সমাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ধর্মপুর বিট কর্মকর্তা মোঃ মহসিন আলীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন।  কাহারোল বন বিটের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম (হেলাল), উচ্চমান সহকারী ছামিউল খানসহ আরো অনেকে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন বলেন, কক্সবাজারের দক্ষিন বন বিভাগের উথিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল, ফরেস্টারকে পাহাড় খেকোরা জাম্পারের চাকায় পিষ্ট করে হত্যা করেছে। 

ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজলের  মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে সামাজিক বন বিভাগ দিনাজপুর এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image