• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় পুরো বাংলাদেশ দেখা উচিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৩ পিএম
পুরো বাংলাদেশ দেখা উচিত
রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয়

নিউজ ডেস্ক : ‘নীরবতা সম্ভব না’ শীর্ষক রিজোয়ান রাজনের নবধারার একক মূকাভিনয় পুরো বাংলাদেশকে দেখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটির জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

শনিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শনী দেখে তিনি আরো বলেন, আমি হিন্দু নই, মুসলমান নই, বৌদ্ধ নই, আমি বাঙালি। আমরা রাজনীতিবিদরা যতই বলি না কেন, সাধারণ মানুষের মধ্যে যত দিন এ মূল্যবোধ সৃষ্টি হবে না, তত দিন পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে না। রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয়ে বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। তাই এটি সারা বাংলাদেশে প্রদর্শন করা উচিত।

বৃষ্টি উপেক্ষা করে ও হঠাৎ তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে গাড়ির স্বল্পতা সত্বে ‘নীরবতা সম্ভব না’ দেখতে ছুটে এসেছেন দর্শকরা। ‘প্রাণ প্রকৃতি' 'অনীল কাকা' ও 'যীশু আবার' তিনটি গল্পেই রিজোয়ানের প্রতিবাদী রূপটি স্পষ্ট হয়ে ওঠেছে। এগুলোতে সমাজের অনিয়ম, দূর্নীতি, বিচারহীনতা, সাম্প্রদায়িক সহিংসতা ও সমসাময়িক বৈশ্বিক তুলে ধরা হয়েছে। যা উপভোগ করেছেন দর্শকরা।

প্যান্টোমাইম মুভমেন্টের আয়োজনে মেজবাহ চৌধুরীর উপস্থাপনায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। প্রদর্শনীর আলোক পরিকল্পক ও পরিচালনা শাখাওয়াত শিবলী, পোশাক পরিকল্পনা তামিমা সুলতানা, আবহ সঙ্গীত পরিকল্পনা রাজ ঘোষ, আবহ প্রক্ষেপণ তরুণ বিশ্বাস, মাল্টিমিডিয়া প্রক্ষেপণ মোহাম্মদ আলী, মিলনায়তন ব্যবস্থাপনায় কনা দাশ, ওয়াসিম আহমেদ ও একরামুল হক, সার্বিক সহযোগিতায় রাইদাদ অর্ণব ও মুরাদ হাসান, ফটোগ্রাফিতে আরিফুর রহমান আবির ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সোলেমান মেহেদী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image