• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ওড়ার সময় ফেটে গেল বিমানের চাকা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৩ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৩ পিএম
‌বিমান,চাকা, ফেটে যাওয়া
বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান

নিজস্ব প্রতিবেদক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও সবাইকে নিরাপদে নামিয়ে আনে কর্তৃপক্ষ। 

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। রানওয়েতে ১০০০ মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়।

এই কর্মকর্তা জানান, বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানের চাকা মেরামত চলছে। পরে সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image