• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীতে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা,ভাঙচুর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩০ পিএম
গাড়ি ভাংচুর, পুলিশের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, সংঘর্ষ এবং নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত রিমান্ড দেন এবং ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শাহিদী হাসান তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল জামিন চেয়ে শুনানি করেন অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন

আসামিরা হলেনশেখ রবিউল আলম রবি, মো. জুয়েল, মজিবুর রহমান সানজু, মো. রুবেল হোসেন, মো. জিয়াউল ইসলাম, মো. জুয়েল, আমিন, ইব্রাহিম খলিল পারভেজ, সোহেল রানা, শিকদার হোসেন, মো. সিদ্দিক, মোহাম্মদ রাসেল, রুবেল, মোহাম্মদ শাহিন তারেকুল ইসলাম

মামলার অভিযোগে বলা হয়, ২৪ মে বিএনপির একটি পূর্ব নির্ধারিত পদযাত্রা ছিল বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পদযাত্রার শেষের সারি থেকে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় তারা ইট-পাটকেল মারে ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে পুলিশের সরকারি কাজে বাধা দেয় এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পরে বাসের গ্লাসও ভেঙেছে এতে ১২/১৩ পুলিশ সদস্য আহত হয়

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image