• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম
রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে
এডিস মশার লার্ভা

নিউজ ডেস্ক : দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এমন লার্ভা পাওয়া গেছে প্রায় ১৪ দশমিক ৯৮ শতাংশ বাড়িতে। অর্থাৎ রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা আছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ বাড়িতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। 

এক জরিপে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক দাউদ আদনান এই জরিপ উপস্থাপন করেন।

জরিপে জানা গেছে, ঢাকার দুই সিটিতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে পানি জমে থাকা ঘর বা ভবনের মেঝে, প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের নানা ধরনের পরিত্যক্ত পাত্রে। এর মধ্যে ডিএসসিসির ১৬ দশমিক ৩৯ শতাংশ এবং ডিএনডিসি এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ পরিত্যক্ত পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। ১৭ থেকে ২৬ এপ্রিল উভয় সিটিতে এ জরিপ হয়। 

উভয় সিটি করপোরেশনের ৩ হাজার ১৫২টি বাড়ি পরিদর্শন করেন জরিপকারীরা। দুই সিটির ১৮টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চঝুঁকি রয়েছে। এছাড়া দুই সিটির ৪২ দশমিক ৩৩ শতাংশ বহুতল ভবনে ডেঙ্গু মশা রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image