
বায়েজীদ বারী সেলিম :
গাজীপুর জেলার কালিগন্জে জামালপুর কলেজে ৬ই মার্চ সারাদিন ব্যাপি পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব ইন্জিনিয়ার মো, মাসুদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন কালিগন্জের শান্তি কন্যা, বালাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য জনাবা মেহের আফরোজ চুমকি , কালিগঞ্জ থানা আওমীলীগের সাধারন সম্পাদক মো আবুবক্কর চৌধুরী, জনাব খগেনদ্র চন্দ্র দেবনাথ। উপজেলা৷ চেয়াম্যান জনাব মো মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ ছাড়াও আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ। জামালপুর কলেজের অধ্যক্ষ আনন্দ চন্দ্র দাস, উপাধ্যাক্ষ হোসন মো. সামছুল আলম।
জামালপুর কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মো মাসুদুর রহমান সাহেব দায়িত্ব গ্রহনের পর হইতেই কলেজের আমুল পরিবর্তন হয়েছে শিক্ষাক্ষেএে, কলেজে মাঠে মাটি ভরাট হয়েছে, ক্লাস রুমের জন্য নতুন চারতলা ভবন হয়েছে, শহিদ মিনার হয়েছে, সুন্দর বড় গেইট হয়েছে, রাসেল কম্পিটার ল্যাব হয়েছে। কলেজের পুড়ো বাউন্ডারী হয়েছে, বিল্ডিং তিনটাই প্লাস্টার করে রং করা হয়েছে।
এক কথায় ইন্জিনিয়ার মো: মাসুদুর রহমান (মেহের আফরোজ চুমকি আপার হাজবেন্ড) কলেজটিকে সুন্দরতম করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: