• ঢাকা
  • শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভোটার শুন্য কালীগঞ্জের ভোট কেন্দ্র


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
ভোটার শুন্য
কালীগঞ্জের ভোট কেন্দ্র

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের দেখা মিলছে না। ফলে অলস সময় কাটাছে ভোট গ্রহনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের। তবে আইনশৃঙ্গলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার জেলার কালীগঞ্জ উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছে। তবে সবার আলোচনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি-র ভাই ও পুত্রকে নিয়ে। ভাই মাহবুবজ্জামান আহমেদ ও ছেলে রাকিবুবজ্জামান আহমেদ দুই জনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। চাচা ভাতিজার এ লড়াইয়ে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা। ভোটার উপস্থিতি না হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই।

দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি বুথে দুই ঘন্টায় মাত্র ৭ টি ভোট পড়েছে। খোদরপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয় গিয়েও দেখা যায় একই দৃশ্য।

কালীগঞ্জের ইউএনও জহির ঈমাম জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image