• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিবার্চন উপলক্ষে সংবাদ কর্মীদের সাথে শার্শা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০৯ পিএম
নিবার্চন উপলক্ষে সংবাদ কর্মীদের সাথে
শার্শা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনের ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া , অনলাইন পত্রিকার সংবাদ কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে)  উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে সকাল ১১টার সময় এ প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এর সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিশনার (সহঃ) ম্যাজিট্টেট নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ৷

এসময় শার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া , অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ৷ 

উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনকে কঠোর বার্তা দিয়ে উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, মাঠ প্রশাসন উপজেলা নির্বাচনে নির্মোহ এবং নিরপেক্ষভাবে কাজ করবে৷ কোন প্রার্থীর পক্ষে মাঠ প্রশাসন কাজ করবে না এবং কোন চাপের কাছে নতি স্বীকার করবে না ৷

উপজেলা ভূমি কমিশনার (সহঃ) ম্যাজিট্টেট নুসরাত ইয়াসমিন বলেন,‘আমরা এবারও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে কোনো রকমের সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করব না। আমাদের একটাই চাওয়া- নির্বাচনকে সুন্দর করতে হবে। যেখানেই কোনো অনিয়ম হবে, কারচুপি বা অন্যায় কার্যক্রম হবে সেখানে প্রিজাইডিং অফিসার ব্যবস্থা নিতে পারবেন। আপনারা ভোটের দিন যে যেখানে থাকবেন, আইনের স্বপক্ষে সর্বময় ক্ষমতা প্রয়োগ করবেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি )মোঃ মনিরুজ্জামান বলেন যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় দেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্টু করার জন্য কাজ করবেন এবং কোন ভাবেই যেন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা না হয়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image