• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩১ পিএম
সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু
সেন্ট মার্টিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হৃদরোগে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ওই পর্যটকের নাম- মো. মাসুদুর রহমান। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাউলার চরের বাসিন্দা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদুর রহমান ব্র্যাকের কর্মকর্তা হিসেবে টেকনাফে চাকরি করতেন। তার স্ত্রী দেওয়ানগঞ্জ সরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে সেন্ট মার্টিনে বেড়াতে এসে তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

মাসুদুর রহমানের স্ত্রী মাসুমা আক্তার বলেন, আমার স্বামীর হৃদরোগের সমস্যা ছিল। ভোরে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্ট মার্টিন ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image