• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসলামী আন্দোলনের রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৬ এএম
রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জন
ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক:  দলীয় সিদ্ধান্ত মেনে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীরা। সোমবার রাতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তাঁরা। আগামী ২১ জুন এ দুই সিটিতে ভোট হবে।

রাজশাহী সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম বলেন, বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও প্রার্থীর ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। তাই দল ওই দুই সিটির ফল প্রত্যাখ্যানের সঙ্গে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আমি এই সিদ্ধান্ত মেনে নিয়েছি।

সিলেট সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান জানান, অন্য সিটির মতো সিলেটেও হামলা ও ভোট কারচুপি হতে পারে। সে জন্য তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন বর্জন করেছেন। এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image