মো :তৌফিকুল হক রায়পুরা নরসিংদী : রায়পুরা উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডক কমিটি গঠন দলের অভ্যন্তরীণ বিভেদ কারণে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে, গত ১০-ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা সভাপতিকে উক্ত ক্রিয়ার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক অন্যতম সদস্য জামাল আহমেদ চৌধুরী, ১০ ই ফেব্রুয়ারি সর জমিনে স্কুলে গেলে ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা ক্রিয়া প্রতিযোগিতা বন্ধ করার কারণে খোভ প্রকাশ করেন, বিদ্যালয় এর প্রধান শিক্ষক শৈলাস চন্দ্র দাসএক সাক্ষাৎকারে বলেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করেছি, বিদ্যালয়ের এডক কমিটির প্রক্রিয়া জানতে চাইলে প্রধান শিক্ষক জানান এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে তিনজনের নাম পাঠিয়েছেন।
এডক কমিটিতে যে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে, প্রথম ব্যক্তির জাকির হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রহিয়াছে বলিয়া জানান, এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন জাকির সাহেবের নামে মামলা আছে তা আমার আগে জানা ছিল না, যদি মামলা থেকে থাকে সেটা মাননীয় জেলা প্রশাসক বিবেচনা করবেন, কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক মান্যবর জেলা প্রশাসক। এডক কমিটি গঠনও ক্রিয়া প্রতিযোগিতা বন্ধ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষুবের সৃষ্টি হয়েছে।