• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জ্বালানি তেলের দাম বাড়ল 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০৮ এএম
দাম বাড়ল 
জ্বালানি তেল

নিউজ ডেস্ক : ওপেক পূর্বাভাস দিয়েছে, আগামী দুই বছরে বিশ্ববাজারে জ্বালানির চাহিদা তুলনামূলক বাড়তে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শীত বাড়ায় অপরিশোধিত তেলের উৎপাদন কিছুটা ব্যহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জ্বালানি তেলের দাম বেড়ে ৭৮ ডলারের উপরে উঠেছে।

র‌য়টার্স জানায়, লেনদেনের শুরুতে এ দিন ব্রেন্ট ক্রুডের ২৮ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ১৬ ডলারে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বেড়ে অবস্থান করছে ৭২ দশমিক ৯০ ডলারে।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস’ যা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেক সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।
 
ওপেক তাদের মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১ দশমিক ৮৫ মিলিয়ন ব্যারেল বেড়ে দাঁড়াবে ১০৬ দশমিক ২১ মিলিয়ন ব্যারেলে। যেখানে চলতি বছর দৈনিক চাহিদা ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল বাড়বে বলে মনে করে ওপেক। গত বছরের ডিসেম্বরেও একই পূর্বাভাস দিয়েছিল তারা।
 
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল উৎপাদনকারী রাজ্য নর্থ ডাকোটার তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যাওয়ায় সেখানের তেলের উৎপাদন দৈনিক ৬ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ ব্যারেলে নেমেছে। যা তাদের সাধারণ সময়ের উৎপাদনের অর্ধেকেরও কম বলে জানিয়েছে রাজ্যটি।
 
বুধবার (১৭ জানুয়ারি) আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যানের বরাতে বাজার সূত্রে জানিয়েছে, গত সপ্তাহে দেশীয় অপরিশোধিত মজুত ৪ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে।
 
ক্রমবর্ধমান সরবরাহ এবং ধীরগতিতে চাহিদা বাড়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও চলতি বছর তেলের বাজার একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকবে বলে মনে করেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image