মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারে চলমান সংঘাত থেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ৬৩ জন সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে তাদের।তাদের কে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিয়ানমার বিজিপির সদস্যরা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ঢুকে পড়ে দেখা যায়, সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি তার মধ্যে বিজিপি'র সদস্যরা পালিয়ে আসেন। সীমান্তে গোলাগুলির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দেখা যায়, সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি তার মধ্যে বিজিপি'র সদস্যরা পালিয়ে আসেন।গোলাগুলির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন হোয়াইক্যং বিওপির ক্যাম্পে তারা হেফাজতে আছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: