• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে ইট-বালি ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্টে জরিমানা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৮ পিএম
ইট-বালি ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি
মোবাইল কোর্টে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : রাস্তায় ইট বালি ও অন্যান্য নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি সৃষ্টি করায় ভাটিকাশর এলাকার ৩ ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম. মাজহারুল ইসলাম। 

ধোপাখোলা মোড়ের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

ম্যাজিস্ট্রেট এস এম. মাজহারুল ইসলাম বলেন, রাস্তায় নির্মাণ সামগ্রি রেখে চলাচলে প্রতিবন্ধকতা বা জনভোগান্তি সৃষ্টি করা যাবে না। কেউ জনভোগান্তি সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
 
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিজ দায়িত্বে নিজ বাসা বাড়ি আঙিনায় জমে থাকা পানি পরিস্কার করতে হবে। কোন নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image