
নিউজ ডেস্ক: বাংলাদেশে কেএফসি ও পিৎজা হাট ব্র্যান্ডের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড তাদের ৭৫ জন কর্মীকে বাইক ও স্কুটার উপহার দিয়েছে। সম্প্রতি গুলশান-১-এ অবস্থিত তাদের অফিসে বাইক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের বর্তমানে ৫৩টি রেস্টুরেন্ট চালু আছে। ট্রান্সকম ফুডস লিমিটেড তাদের টিম মেম্বারদের আস্থা, একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমের জন্য প্রশংসার নিদর্শন হিসেবে রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার ও অপারেশন লিডারদের ৭৫টি মোটরসাইকেল এবং স্কুটার উপহার দিয়েছে।
বাইক হস্তান্তর অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘দৃঢ় ও সংকল্পবদ্ধ হয়ে আমাদের ব্র্যান্ডগুলোকে সফল করে তোলার জন্য আমরা আমাদের টিম মেম্বারদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ২০২০ সালের পর কভিড-১৯ মহামারি থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, আমদানি সীমিতকরণসহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি আমাদের টিম মেম্বাররা রেস্টুরেন্ট কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন সঠিকভাবে, যা কেএফসি ও পিৎজা হাট ব্র্যান্ডকে আরও প্রসারিত করেছে।’
তিনি বলেন, ‘২০২২ সালের নানা অনিশ্চয়তার মাঝেও আমাদের টিম ট্রান্সকম ফুডস লিমিটেডের ইতিহাসে সেরা পারফরম্যান্স দিয়েছে। ট্রান্সকম ফুডস লিমিটেড এমন একটি পরিবার, যে তার প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ মানের খাবার ও পরিষেবা দেওয়ার সচেষ্ট। অসম্ভবকে সম্ভব করে সফলতা অর্জনের জন্য ফ্রন্টলাইনে কাজ করছেন আমাদের রেস্টুরেন্টগুলোর জেনারেল ম্যানেজার ও অপারেশন লিডাররা। তাঁদের এই একনিষ্ঠতাই আমাদের ১০০টি আউটলেট চালু করার লক্ষ্য অর্জন করতে সক্ষম করে তুলবে। ’
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: