• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শহীদ বুদ্ধিজীবী দিবসে গফরগাঁও উদীচীর আলোচনা সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫৩ পিএম
শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়
গফরগাঁও উদীচীর আলোচনা সভা

রোবেল মাহমুদ, গফরগাঁও প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গফরগাঁও শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় গফরগাঁও সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি রফিকুল ইসলাম আব্রাহামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোবেল মাহমুদের সঞ্চালনায় আলোচনা করেন চারুশিল্পী লুৎফুর রহমান আরজু, শিশু সংগঠক সাংবাদিক ফকির এ মতিন, শহীদ রাসবিহারী মিশ্রর সন্তান রনদা প্রসাদ মিশ্র, উদীচী গফরগাঁও শাখার এডভোকেট সাইফুস সালেহীন, প্রভাষক সাব্বির কামাল প্রমুখ।

বক্তারা আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের অসাম্প্রদায়িক, শোষনমুক্ত, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ বির্নিমানের প্রত্যয় পূর্নব্যাক্ত করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও সারা দেশের বধ্যভূমিগুলো সনাক্ত করে সংরক্ষণের দাবি জানান।

আলোচনা শেষে লঞ্চঘাটা বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ ও পৌর এলাকার স্মৃতিস্তম্ভে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image