ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিগন্ত বাসের ধাক্কায় সাইমন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের ছতুরা শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইমন উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের উত্তর পাড়ার ইউনুস মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই নিরস্ত্র) সালাউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে সকালে কসবার কুটি থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস ছতুরাশরীফের লন্ডনী বাড়ির পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: