• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই শ্রমশক্তি: বিবিএস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম
দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই শ্রমশক্তি
সংবাদ সম্মেলনে বিবিএস

নিউজ ডেস্ক : দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। আর মোট শ্রমশক্তি হচ্ছে ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার যা মোট জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, এই শ্রমশক্তির মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার এবং মহিলা ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়ন্ত্রণাধীন শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন প্রকল্প’ এর আওতাধীন ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৩) ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এনইসি সম্মেলন কক্ষে (পরিকল্পনা কমিশন চত্বর, শেরে বাংলা নগর, ঢাকা) এ সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়।

প্রকল্প পরিচালক আজিজা রহমান জানান, কর্মে নিয়োজিত জনগোষ্ঠী বর্তমানে ৭ কোটি ১১ লাখ যার মধ্যে পুরুষ ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার এবং নারী ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার।

তিনি জানান, প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) ফল অনুযায়ী, বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার যার মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার, মহিলা ৮ লাখ ৮০ হাজার। 

শ্রমশক্তির বাইরে অবস্থিত জনগোষ্ঠী ৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার (পুরুষ ১ কোটি ১৯ লাখ এবং নারী ৩ কোটি ৫২ লাখ)। এছাড়া শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬১. ৩৭ শতাংশ।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অর্থনৈতিক খাত অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পখাতে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবায় ২ কোটি ৬৯ লাখ ১০ হাজার।

শ্রমশক্তি জরিপ ২০২৩ এর প্রথম ত্রৈমাসিক যুব শ্রমশক্তি ২ কোটি ৭৩ লাখ ৮০ হাজার যার মধ্যে পুরুষ ১ কোটি ৪০ লাখ ৩০ হাজার এবং নারী ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বিবিএস মহাপরিচালক মো. মতিউর রহমান।

প্রকল্প পরিচালক আজিজা রহমান বলেন, শ্রমশক্তি জরিপের তথ্য সংগ্রহের জন্য পুরো বাংলাদেশে ১ হাজার ২৮৪টি পিএসইউ এবং প্রতিটি পিএসইউতে ২৪টি খানা দ্বৈবচয়নের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। প্রতি কোয়ার্টারে ৩০ হাজার ৮১৬টি খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়। এভাবে এক বছরে তিন মাস ধরে চারটি কোয়ার্টার সম্পন্ন করা হবে। জরিপের মাঠ পর্যায়ের কার্যক্রম ত্রৈমাসিক ভিত্তিতে জানুয়ারি থেকে ডিসেম্বর (১ জানুয়ারি-৩১ মার্চ প্রথম ত্রৈমাসিক, ১ ফেব্রুয়ারি-৩০ জুন দ্বিতীয় ত্রৈমাসিক, ১ জুলাই- ৩০ সেপ্টেম্বর তুতীয় কোয়ার্টার এবং ১ অক্টোবর- ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত চতুর্থ কোয়ার্টার চলমান থাকবে। এ জরিপের প্রাপ্ত উপাত্ত হতে জাতীয় শ্রমশক্তির সুষ্ঠু ব্যবহার, কর্মসংস্থান এবং বেকারত্ব নিরসনে প্রয়োজনীয় নীতি বাস্তবায়ন সম্ভব হবে।

বিবিএস এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে পরিচালিত জরিপগুলোর মধ্যে শ্রমশক্তি জরিপ একটি গুরুত্বপূর্ণ জরিপ। সর্বশেষ ২০২২ সালে এ জরিপটি পরিচালিত হয় যার প্রভিশনাল রিপোর্ট এরইমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে ২০২৩ সালের শ্রমশক্তি জরিপ দেশব্যাপী পরিচালিত হচ্ছে।

এই জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহার-২০১৮, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image