
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যাবসায়ী ও মটরসাইকেল আরোহীকে ২০,৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, নবীনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকায় ২ টি দোকানে ৫,০০০ টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় ২ টি হোটেল ও ১ টি রেস্টুরেন্টে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে ৪০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন সিলিন্ডার গ্যাসের পাইকারি দোকানগুলোতে তদারকি করা হয় এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে খুচরা বিক্রেতাদের ক্যাশ মেমো দিয়ে নির্ধারিত মূল্যে বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: