• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে
বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ  ও  প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। দু’দিন ব্যাপী ৩টি বিষয়ের উপর ( বাংলা, ইংরেজি ও গণিত) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন(গভ: রেজি: নং-এস-১০২৮/৯৮) এর আওতাধীন ‘ আটোয়ারী কিন্ডার গার্টেন কেন্দ্রের ভেন্যু হিসেবে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এ কেন্দ্রে উপজেলার ৫ টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এখানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আটোয়ারী কিন্ডার গার্টেনের শিক্ষক মোঃ বাসেত আলী। 

অপরদিকে একই তারিখ ও সময়ে জেলা কিন্ডার গার্টেন সোসাইটি পঞ্চগড়-এর আওতাধীন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

এতে ১১ টি কিন্ডার গার্টেনের ৫৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন মোঃ তেহিদুল ইসলাম। পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image