• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জেলা পুলিশের 'ভালবাসি জামালপুর' মিউজিক ভিডিও প্রকাশনার উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০২ পিএম
জেলা পুলিশের 'ভালবাসি জামালপুর'
মিউজিক ভিডিও প্রকাশনার উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : জামালপুর পুলিশের কর্মকান্ড সাধারন মানুষের মাঝে তুলে ধরার প্রয়াস থেকে জেলা পুলিশের তৈরি 'ভালবাসি জামালপুর' মিউজিক ভিডিও প্রকাশনার শুভ উদ্বোধন ঘোষণা করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমির বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে মিউজিক ভিডিও ও 'অভিশপ্ত আগষ্ট' নাটক মঞ্চস্থ হয়।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম, জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রমূখ।

বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, একটি অসাধারণ কাজ করেছে জামালপুর জেলা পুলিশ। এই কাজটি সারা বাংলাদেশের জন্য আইডল হতে পারে। আমি পুলিশ সুপার মহোদয়কে বলবো আপনি এই জেলা থেকে ট্রান্সফার হওয়ার পরেও যেন 'ভালবাসি জামালপুর' এর কার্যক্রম থাকে। আমরা ক্লিন জামালপুর, স্মাট জামালপুরের কাজ শুরু করেছি। আমরা জেলার প্রতিটি সেক্টরকে স্মাট করতে চাই।

উদ্বোধন শেষে পঁচাত্তরের ১৫ আগস্টে কলঙ্কিত অধ্যায় নিয়ে পুলিশ নাট্যদলের প্রযোজিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়। নাটকটিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অভিনয় করেন।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান( বিপিএম ও পিপিএম)। নাট্যরূপ ও নির্দেশনা দেন পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান।

জানা যায়, বাংলাদেশ পুলিশের পরিবেশনায় 'অভিশপ্ত আগষ্ট' নাটকটি সারা দেশে মোট ১৪০ বার মঞ্চায়িত হয়েছে।

জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image