• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কারাবাখ দখলে নিলো আজারবাইজান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১৩ এএম
কারাবাখ
যুদ্ধ এলাকা থেকে নিরাপদে সরে যাচ্ছে লোকজন

নিউজ ডেস্ক:  অবশেষে আর্মেনিয়ার হাত থেকে চলে গেল নগরনো কারাবাখ। প্রতিবেশী আজারবাইজানের ২৪ ঘণ্টার সামরিক অভিযানে কারাবাখের স্থানীয় সেনারা আত্মসমর্পণ করলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সফল অভিযান পরিচালনা করার জন্য দেশটির সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। 

প্রসঙ্গত ১ লক্ষ ২০ হাজার জাতিগত আর্মেনিয়ান বাস করে কারাবাখ অঞ্চলে। এই মুহূর্তে তারা এখন আজারবাইজানের বাসিন্দায় পরিণত হলো। 

আজারবাইজান গত বুধবার ২০ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে। জাতিগত আর্মেনিয়ানরা কোনো সাহায্য সহযোগিতা পায়নি তাদের দেশ থেকে। ৯ মাস অবরুদ্ধ থাকার পর গতকাল তারা সকলে এক যোগে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। এসময় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। তবে কোনো পক্ষ থেকে তার সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি। 

এদিকে আর্মেনিয়ার রাজধানীতে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। নগরনো কারাবাখের সমস্যা ঠিক মত মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে সরকার। এসব কারণে সেখানে বিক্ষোভ হচ্ছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করছেন তারা।  

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image