• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সাগর রুনী হত্যার বিচারের দাবী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায়
সাংবাদিক সাগর রুনী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে।  

১১ ফেব্রুয়ারী শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, নারী নেত্রী ফজিলাতুন্নাহার বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। 

এ সময় বক্তারা, খ্যাতনামা সাংবাদিক দম্পত্তি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর হত্যাকান্ডের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে দাবী জানান। সে সাথে দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা, হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image