• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আ.লীগ- বিএন‌পির পাল্টাপা‌ল্টি কর্মসূচি ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৯ এএম
বুধবার, মাঠে, দুইদল
আওয়ামী লীগ ও বিএন‌পির লোগো

মোহাস্মদ রুবেল

আগামীকাল বুধবার রাজধানীতে বিএনপি-আ.লীগের পাল্টাপা‌ল্টি কর্মসূচি। 

দলীয় সূত্রে জানা যায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবার দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি। অপর‌দিকে  একইদিন পাল্টা কর্মসূচি নিয়ে রাজধানীতে মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ ঢাকা‌নিউজ২৪ডট কম‌কে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।’

বুধবার সকাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করার ঘোষণা দিয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনও রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। একইভাবে সারাদেশে সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ বিষয়ে আবু আহমেদ মন্নাফী বলেন, ‘ইউনিট থেকে ওয়ার্ড, থানা থেকে মহানগর সব স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। বিএনপি যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সেজন্য তারা রাজপথে সতর্ক থাকবেন।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image