• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তানোরে জলাশয়ে পদ্ম ফুলের সমারোহ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩০ পিএম
তানোরে জলাশয়ে
পদ্ম ফুলের সমারোহ

সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী : চোখ জুড়ানো দিগন্ত বিলে গাঢ় সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রংয়ের পদ্ম ফুলের উঁকি। ফোটা পদ্ম কিংবা নতুন করে মাথা তোলা কুঁড়িগুলোর মিলন মেলায় মনের আনন্দে বিচরণ করে পানকৌড়ি আর ডাহুক।

ফুলে ফুলে খেলা করে প্রজাপতি আর ভ্রমরের দল। প্রকৃতির এমন প্রেমের আলিঙ্গণের নয়নাভিরাম অপরূপ দৃশ্য দেখা মিলছে রাজশাহী জেলার তানোর  উপজেলার পাঁচন্দর  ইউনিয়নের পাশে একটি ছোট জলাশয়ে।

বিলের পাশে ফুটে থাকা  পদ্ম ফুলের সৌরভ ও সৌন্দর্য মানুষকে খুব সহজেই আকর্ষণ করছে।প্রকৃতি প্রেমীদের কাছে এটি  ব্যাপক পরিচিত হয়ে উঠেছে। 
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অপরূপ এ বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। 

সরেজমিনে পদ্ম বিল এর জলাশয় টি  ঘুরে দেখা যায়, ছোট একটি জলাশয়ের ভিতরে  গোলাপি পদ্ম ফুল ফুটে আছে। পদ্মের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমিরা ছুটে আসছেন। দলবেঁধে ঘুরে বেড়াচ্ছেন । ঘুরতে আসা দর্শনার্থীরা স্মৃতি ধরে রাখতে মুহুর্তগুলো করে রাখছেন ক্যামেরাবন্দি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image