• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তানোরে সাপের কামড়ে ষষ্ঠ শ্রেনী শিক্ষার্থী সুমাইয়ার মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম
সাপের কামড়ে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় বিষধর সাপের কামড়ে বারো বছরের একশিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরসাড়ে ২টায় রাজশাহী মেডিকেল লেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশুটির নাম সুমাইয়া খাতুন তিথী। সেউপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় গ্রামেরফয়সাল হোসেন সোহাগের বড় মেয়ে সুমাইয়া স্থানীয় আকচা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘরের ভিতরে খাটের উপরে বসা ছিলসুমাইয়া খাতুন তিথী। এ সময় তার পা নিচে ঝুলে থাকা অবস্থায় খাটের নিচের গর্ত থেকে একটি সাপ বের হয়ে তার পায়ে কামড় দিয়ে চলে যায়। সুমাইয়ার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার পায়ের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলেঅবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানেই দুপুর২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া খাতুন তিথীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image