• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদের ছুটিতে কাজ করালে তাৎক্ষণিক মজুরি দিন : ডিইউজে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩৭ পিএম
ঈদের ছুটিতে কাজ করালে তাৎক্ষণিক মজুরি দিন
ডিইউজে

নিউজ ডেস্ক : মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবে পরিবারের সঙ্গে সবাই ঈদ কাটাবে এটাই প্রত্যাশিত। কিন্তু বাণিজ্যিক কারণে যেসব প্রতিষ্ঠানে সাংবাদিকরা ছুটির দিনেও কাজ করবেন তাদের প্রাপ্য মজুরি তাৎক্ষণিকভাবে পরিশোধের আহবান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। ৮ এপ্রিল এক  বিবৃতিতে তারা এই আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, উৎসব ছুটি ভোগ করা শ্রমজীবী মানুষের অধিকার।

এসব দিনে ডিউটি করানো হলে শ্রম আইন অনুযায়ী তাদের প্রাপ্য পরিশোধ করতে হবে।  

এর ব্যত্যয় যেন না ঘটে তার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে নেতৃবৃন্দ বলেন, ছুটির দিনে সাংবাদিক-কর্মচারীরা প্রাপ্য মজুরী না পেলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা ছাড়া আর কোন পথ থাকবে না। এসময় সকল সংবাদমাধ্যমে কর্মরত ও ছুটিতে থাকা সাংবাদিক-কর্মচারীদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানান ডিইউজে’র নেতৃবৃন্দ এবং বলেন, ঈদের প্রতিটি মুহুর্ত হউক আনন্দময়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image