
মোঃ হারুন-উর- শীদ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্র্তৃক ভারতীয় আমদানি নিষিদ্ধ ১১৬ বোতল ফেন্সিডিল,একটি মটর সাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ ৩জন মাদক চোরাকারবারিকে আটক করছে বিজিবি।
সোমবার (১৫ মে) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বিওপি টহল কমান্ডার নায়ক রিংকু রঞ্জন সুত্রধর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন রুদ্রানী রাস্তার পাশে ফেন্সিডিল,মটর সাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামের বেলাল হোসেন সরকারের পুত্র মোঃ হানিফ সরকার(৩৫), অপর দুইজন দিনাজপুর হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র রেজাউল করিম(৫৫) ও নওয়াপাড়া গ্রামের মোবারক এর পুত্র মোঃ মনিরুল হক(৫০)।
২৯ বিজিবি অধিনায়ক লেঃ আলমগীর কবির (পিএসসি) বলেন, আটককৃাত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩ হাজার ১৫টাকা । আটককৃত মালামালসহ আসামীদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধিন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: