• ঢাকা
  • রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ৫ম বারের মতো শপথ নিলেন পুতিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৯ পিএম
৫ম বারের মতো শপথ নিলেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে টানা ৫ম বারের মতো শপথ নিয়েছেন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিন প্রাসাদের একটি অনুষ্ঠানে পরবর্তী ছয় বছর মেয়াদের জন্য শপথ নেন তিনি। খবর রয়টার্সের।

পুতিনের অভিষেক অনুষ্ঠান বর্জন করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তারা জানিয়েছিল, পুতিনের অভিষেকে তাদের কোনো প্রতিনিধি পাঠাবেন না তারা।

এক বিবৃতিতে জানা যায়, রাশিয়ার মার্চের নির্বাচনকে তারা সুষ্ঠু ও অবাধ বলে বিবেচনা করে না। এজন্য পুতিনের অভিষেক অনুষ্ঠানে তাদের প্রতিনিধি পাঠানোর কোনো মানেই নেই।
 
ক্রেমলিনে কোন প্রতিনিধি না পাঠালেও পুতিন জানিয়েছেন শিগগিরই পশ্চিমাদের সঙ্গে পরমাণবিক আলোচনা শুরু করবেন তিনি। 
  
গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন পুতিন। তিনি ৮৭.২৮ শতাংশ ভোট পেয়েছিলেন। 

পুতিন শপথ নেয়ার পর রাশিয়ার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে কথা বলেছেন। পুতিন জানিয়েছেন, তিনি পশ্চিমাদের সঙ্গে সংলাপ বন্ধ করছেন না তবে কীভাবে তার দেশের সাথে জড়িত থাকবে সে সম্পর্কে তাদের নিজস্ব পছন্দকে অগ্রাধিকার দেয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image