• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাঁদপুর জেলার মেঘনায় জালে ধরা পড়ল ২১ আইড়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৪৯ পিএম
চাঁদপুর, মেঘনা, ধরা পড়ল, ২১ আইড়

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মেঘনা নদীতে বাদশা ও শাহআলম নামের ২ জেলের জালে ধরা পড়লো ২১টি আইড় মাছ।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও সফরমালি এলাকার পদ্মা এবং মেঘনা নদীতে সাদা সুতার তৈরি লালা জালে বড় বড় এসব আইড় মাছ ধরা পড়ে।

পরবর্তীতে চাঁদপুর বড়স্টেশন মাছগুলো নিলামের মাধ্যমে ৫২ থেকে ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি করেছেন চাঁদপুর জেলার জেলেরা।

মাছ ঘাটের আড়তদার ফারুক চোকদার জানান, সকালে চাঁদপুর লঞ্চঘাট এলাকার শাহআলম ও বাদশা দেওয়ানের নৌকার জেলেরাসহ অন্য জেলেরা বড়স্টেশনসহ আশপাশে চাঁদপুরের মেঘনা এবং মাওয়ার দিকের পদ্মা নদীতে লালা জাল ফেলে আইড় মাছ শিকারে যান। তাদের জালে ৫ কেজি থেকে ৭ কেজি ওজনের একাধিক আইড় মাছ ধরা পড়ে।

পরবর্তীতে নিলামে মাছগুলো ১২শ' থেকে ১৪শ' টাকা কেজি দরে কেনেন ঘাটেরই কবির লস্কর, আবু ছাইদ ও শাকিল নামে ৩ মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ীরা আবার এসব মাছ রাজধানী ঢাকায় পাঠিয়ে দেন।

চাঁদপুর জেলার জেলে করিম জানান, গত ১৫ দিন ধরে নদীতে আইড় মাছের তেমন একটা দেখা পাইনি।

শনিবার ফজর নামাজের পর আমাদের জালে ৫টি বড় বড় আইড় মাছ উঠে। যার পরিমাণ সাড়ে ৩৩ কেজি। সিরাজ চোকদারের আড়তে ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি করা হয় এসব মাছ।

চাঁদপুর জেলার মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক ফারুক চোকদার বলেন, ঘাটে ইলিশ আসছে খুবই কম। মাঝেমধ্যে পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে বড় সাইজের আইড় ও পাঙাশ মাছ ধরা পড়লে এখানকার আড়তে আনা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image