নিউজ ডেস্ক: আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ আবেদন করা হয়। তবে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশের ঘোষণা দেয় । রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: