• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়িতে ন্যাশনাল লাইফের উন্নয়ন সভা ও চেক বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৯ পিএম
খাগড়াছড়ি'র দিঘীনালায়
ন্যাশনাল লাইফের উন্নয়ন সভা ও চেক বিতরণ

রিপন সরকার, খাগড়াছড়ি: মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার' স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ন্যাশনাল লাইফ ইনস্যুরন্স কোম্পানি লিমিটেডের জনবীমা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১১টায় জেলার দীঘিনালা উপজেলা ব্রাঞ্চের আয়োজনে উপজেলার হটি কালচার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি জেলা ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, বিশেষ অতিথি, ভিপি (উন্নয়ন) পূর্ব হেলাল আহমেদ, চট্টগ্রাম এড়িয়া ইনচার্জ মোরশেদ আলী।

অতিথিরা তাঁদের বক্তব্যে উপস্থিত বীমা গ্রাহকদের বীমার গুরুত্ব ও ন্যাশনাল লাইফ ইনস্যুরন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ ৩৮ বছরের সাফল্যের কথা তুলে ধরেন। এবং মেয়াদোত্তীর্ন বীমা গ্রাহকদের মাঝে চেক প্রদানের পাশাপাশি প্রত্যেক মানুষ সচেতন হয়ে বীমার গুরুত্ব বুঝে নিজ উদ্যোগে বীমার আওতায় আসার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা কর্মকর্তা রহিম হৃদয়, সহকারী জোনাল ম্যানেজার সুদত্ত রঞ্জন ত্রিপুরা, দীঘিনালা ব্রাঞ্চের ইনচার্জ সমরজিৎ চাকমা, কবাখালি ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সংবাদকর্মী  মহাসিন মিয়া প্রমূখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image