• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ এএম
পাঁচ লাখ ৩০ হাজারের মতো মানুষকে।
তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকা

নিউজ ডেস্ক:  গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। শুধু তুরস্কে ৪৪ হাজার ২১৮ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি। অন্যদিকে সিরিয়ায় পাঁচ হাজার ৯১৪ জন মারা গেছে। খবর: আলজাজিরা’র।

এ ভূমিকম্পে তুরস্কেই এক লাখ ৭৩ হাজার স্থাপনা ধসে পড়েছে আর অস্থায়ী তাঁবুতে বসবাস শুরু করেছে ১৯ লাখের মতো মানুষ। তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকা থেকে স্থানান্তর করা হয়েছে পাঁচ লাখ ৩০ হাজারের মতো মানুষকে।

তুরস্ক সরকার জানায়, দুই লাখ ৪০ হাজার উদ্ধারকারী ভূমিকম্প কবলিত প্রদেশগুলোতে নিরলস কাজ করে যাচ্ছে। যদিও সঙ্গত কারণেই এখন আর কাউকে জীবিত উদ্ধারের খবর মিলছে না।

তুরস্কের দুই কোটি এবং জাতিসংঘ বলছে, সিরিয়ায় ৮৮ লাখ মানুষ এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image