
ডেস্ক রিপোর্টার : এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরের দল লেবানন ও কুয়েত। আসরে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে ও শক্তিশালী দলের সংখ্যা বাড়াতেই এ সিদ্ধান্ত।
এরমধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপে হওয়া গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপে লড়বে ৪টি করে দল। এবারের আসরে বাংলাদেশ খেলবে গ্রুপ 'বি' তে। গ্রুপটিতে বাংলাদেশের সঙ্গী লেবানন, মালদ্বীপ এবং ভুটান। অন্য দিকে গ্রুপ 'এ' তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নেপাল ও কুয়েত।
সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে শক্তিশালী দল এবারের লেবানন। আর সেই গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তাতে লাল-সবুজের প্রতিনিধিদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাটা বেশ কষ্টসাধ্য হবে বলেই ধারণা করা হচ্ছে।
সাফের দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে লেবানন রয়েছে ৯৯তম স্থানে। আর কুয়েত ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৩তম। এছাড়া এগিয়ে রয়েছে ভারতও (১০১তম)। অন্য দিকে মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪), ভুটান (১৮৫), বাংলাদেশ (১৯২) ও পাকিস্তান (১৯৫তম) রয়েছে তালিকার নিচের দিকে।
এ পর্যন্ত সাফে একাধিকবার চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে দুই দল। যার মধ্যে আটবারের চ্যাম্পিয়ন ভারত। আর ২০০৮ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল মালদ্বীপ। বাংলাদেশ একবার এই শিরোপা জেতার সুযোগ পেয়েছিল। সেটিও আজ থেকে প্রায় ২০ বছর আগে। তারপরে ২০০৫ সালে আরেকবার ফাইনাল খেলেছিল লাল-সবুজ বাহিনী। কিন্তু সে বার ভারতের বিপক্ষে শিরোপা হারাতে হয়েছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: