• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর রোমানের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৪৪ পিএম
অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড 
ময়মনসিংহের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর রোমান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক গন্ডপা এলাকার আব্দুল মান্নান মালের পুত্র ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মো. রাশেদুজ্জামান রোমানকে (৪০) অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৮মে বুধবার দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এ রায় দিয়েছেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. হযরত আলী খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, কোতোয়ালি মডেল থানার রোমানে বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় আদালতে চার্জ সীট প্রদান করলে আদালতে সাক্ষ্য প্রমান শেষে সন্দেহাতীত ভাবে দোষী প্রমানিত হওয়ায়  বিঞ্জ বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়,  রোমান বাহিনীর সন্ত্রাসীরা সাধারণ মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত।এছাড়াও এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসীকর্মকান্ডে লিপ্ত থাকত।এলাকায় জমি জমা ক্রয়-বিক্রয় করতে হলে প্রত্যেক ক্রেতা বিক্রেতাকেই রোমান বাহিনীকে চাঁদা দিতে হতো।

এমন অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ৫ জুন ভোরে ময়মনসিংহ শহরতলীর আকুয়া গন্ডপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪ এর লেঃ কমান্ডার এএনএম ইফতেখার রাকিব। অভিযান পরিচালনাকালে রাশেদুজ্জামান নোমানের কাছ থেকে ৬ রাউন্ডের একটি দেশীয় রিভলবার,১ টি পিস্তলের ম্যাগাজিন, ১ টি রামদা,২ টি চাপাতি,১ টি দা,২ টি ছুড়ি, ২ টি চাকু, অস্ত্র বিক্রির নগদ ৫৭ হাজার ১০০ টাকা ও ১ টি মোবাইল সেট উদ্ধার শেষে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই মামলার তদন্ত শেষে আদালতে চার্জ সীট প্রদান করলে আদালত সাক্ষ্য প্রমান সাপেক্ষে দীর্ঘদিন পর এ রায় ঘোষণা করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image